বেহেস্তবাসী প্রত্যেক পুরুষ ৩৩ বৎসর বয়স্ক যুবক এবং প্রত্যেক স্ত্রীলোক ১৬ বৎসর বয়স্কা যুবতীতে পরিণত হইবে । তাহাদের এই বয়স আর কখনো বাড়ীবে না অর্থাৎ তাহাদের যৌবনে বা কুমারীতে কখনো ভাটা পরিবে না ।
তাহাদের প্রত্যেকের সহবাসের আনন্দও
একশত গুণ বৃদ্ধি পাইবে ।
প্রত্যেক বেহেস্তবাসী পুরুষ
তাহার দুনিয়ার স্ত্রীকে এবং প্রত্যেক বেহেস্তবাসীনী স্ত্রীলোক তাহার দুনিয়ার স্বামীকে বেহেস্তের মধ্যে প্রাপ্ত হইবে, যদি তাহারা সামী-স্ত্রী উভয়েই বেহেস্তবাসী হইয়া থাকে ।
যে সকল পুরুষের স্ত্রী বেহেস্তবাসী হইবে না তাহাদিগকে বেহেস্তে পুনরায় বিবাহ দেওয়া হইবে।
যে সকল পুরুষের স্ত্রী বেহেস্তবাসী হইবে না তাহাদিগকে বেহেস্তে পুনরায় বিবাহ দেওয়া হইবে।
ইহা ছাড়াও প্রত্যেক বেহেস্তবাসী পুরুষ ৭২ জন করিয়া হুর পাইবেন।
দুনিয়ায় যে সকল স্ত্রীলোকের একাধিক স্বামী ছিল,তাহারা দুনিয়ায় যে স্বামীর সহিত সর্বাপেক্ষা অধিক মহব্বত ছিল,তাহাকেই প্রাপ্ত হইবে।
প্রত্যেক স্বামীহীনা স্ত্রীলোকের এবং প্রত্যেক স্ত্রীহীন পুরুষের বিবাহ ফেরেস্তাদের তত্ত্বাবধানে বেহেস্তের মধ্যে সম্পন্ন হইবে । যে সকল পুরুষ ও স্ত্রিলোক দুনিয়ায় সাবালেগ ও সাবালিগা হইয়া বিবাহ হইবার পূর্বেই মৃত্যুমুখে পতিত হইয়াছিল, বেহেস্তে ফেরেস্তাদের মাধ্যমে তাহাদের ও বিবাহ সম্পন্ন হইবে ।
সুতরাং বেহেস্তে খুব ধূমধামের সাথে কোটি কোটি নরনারীর শুভ বিবাহ অনুষ্টিত হইবে । সেই সব বিবাহে দাওয়াতে ওলিমারও ব্যবস্তা করা হইবে এবং মহা ধুমধামের সাথে মেহমানদারী করা হইবে ।
বেহেস্তীদের বিবাহ
মজলিসে কোটি কোটি ফেরেস্তার সমাগম হইবে।নবী ও ওলীদের মজলিস হইবে এবং পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ-আলোচনা এবং পানাহার চলিবে। এইসব বিবাহ অনুষ্টানে হযরত দাউদ (আঃ) এবং হযরত
ইস্রাফিল (আঃ)–এর সমবেত
কন্ঠের গান, তুবা নামক বৃক্ষের অপূর্ব বাদ্য ধ্বনি এবং হুরদের নৃত্য পরিবেশন করা হইবে এবং কোটি কোটি গেলমান মেহমানদিগকে নানা প্রকারের খাদ্য ও পানীয় পরিবেশন করিয়া পরিতৃপ্ত করা হইবে ।
প্রত্যেক স্বামীহীনা স্ত্রীলোকের এবং প্রত্যেক স্ত্রীহীন পুরুষের বিবাহ ফেরেস্তাদের তত্ত্বাবধানে বেহেস্তের মধ্যে সম্পন্ন হইবে । যে সকল পুরুষ ও স্ত্রিলোক দুনিয়ায় সাবালেগ ও সাবালিগা হইয়া বিবাহ হইবার পূর্বেই মৃত্যুমুখে পতিত হইয়াছিল, বেহেস্তে ফেরেস্তাদের মাধ্যমে তাহাদের ও বিবাহ সম্পন্ন হইবে ।
সুতরাং বেহেস্তে খুব ধূমধামের সাথে কোটি কোটি নরনারীর শুভ বিবাহ অনুষ্টিত হইবে । সেই সব বিবাহে দাওয়াতে ওলিমারও ব্যবস্তা করা হইবে এবং মহা ধুমধামের সাথে মেহমানদারী করা হইবে ।
No comments: