একদা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকিয়া বলিলেন---
اني جاعل في الارض خليفه
অর্থাৎ --আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ
করিব।
ফেরেশতাগণ আল্লাহর বাণী শুনিয়া একটু আপত্তি তুলিয়া বলিল যে, আয় আল্লাহ! আপনি কি আবার এমন একটি সম্প্রদায় সৃষ্টি করতে চান,
যাহারা পৃথিবীতে
মারামারি, কাটাকাটি, দাঙ্গা-হাঙ্গামা খুন -জখম ইত্যাদি করিয়া অশান্তির সৃষ্টি করবে? বাহানা করিয়া বরং আমরা যে আপনার প্রশংসা করতেছি; তাতেই আপনি সন্তুষ্ট থাকুন। একবার তো এবাদত বন্দেগী করার জন্য জিন জাতিকে সৃষ্টি করিয়া ছিলেন,
কিন্তু তাদের দ্বারা তো আপনার সেই উদ্দেশ্য সফল হয় নাই। আবার মানব জাতির সৃষ্টি করিলে তাহারাও আপনার আদেশ মান্য করবে না; এবং একটা ও শান্তির পরিবেশ সৃষ্টি করবে, অতএব মানব জাতির সৃষ্টি করার কোন প্রয়োজন নাই। আল্লাহ পাক ফেরেশতাদের এই যুক্তির প্রতিউত্তরে বলিলেন----
اني اعلم مالا تعلمون
অর্থাৎ-- ওহে ফেরেশতাগণ! আমি যাহা জানি, তোমরা তা জানো না।
মানব জাতির সৃষ্টি করে তাদের দ্বারা আমার এবাদত বন্দেগী হইবে কিনা, আমি সম্পূর্ণ জ্ঞাত আছি। আমি তোমাদের কাছে এই ব্যাপারে কোন যুক্তি পরামর্শ চাই নাই,
বরং আমি যা করব তাই তোমাদেরকে জানাইয়া দিলাম ফেরেশতাগণ আল্লাহ পাকের বাণী শুনিয়া আর কোনো প্রতিবাদ
করিতে পারিল না ।
No comments: