হাদীস শরিফে বর্ণিত আছে, যখন কোন লোকের মৃত্যুর সময় ঘনাইয়া আসে তখন রুজী বন্টনকারী ফেরেশতা আসিয়া সালাম করিয়া বলে, আমার উপরে তোমার খোরাক বরাদ্দ করার দায়িত্ব ছিল । আজ সারা দুনিয়ায় খুঁজিয়াও তোমার জন্ন্য একখানা খাদ্য যোগার করিতে পারি নাই । অতএব তোমার মৃত্যুর সময় অতি নিকটবর্তী । আমার এই দায়িত্ব আজ শেষ হইল, তাই আমি বিদায় নিলাম ।
তারপর একজন ফেরেশতা আসিয়া সালাম জানাইয়া বলে যে, আমি তোমার পানিয় বস্তু সংগ্রহের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা ।
আজ সারা দুনিয়ায় খুঁজিয়াও তোমার পান করার জন্য একফোটা পানি পাইলাম না । কাজেই তোমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত এবং আমারও কাজ শেষ ।
তারপর আর একজন ফেরেশতা আসিয়া তাঁহাকে সালাম জানাইয়া বলে যে, আমি তোমার নিঃশ্বাষ-প্রশ্বাসের ভারপ্রাপ্ত ফেরেশতা । আজ সারা দুনিয়ায় সন্ধান করিয়াও তোমার নিঃশ্বাস গ্রহণের জন্ন্য এতটুকু বায়ু বা প্রশ্বাস ত্যাগের জন্ন্য সামান্যতম স্থানও পাইলাম না। অতএব এখন তোমার অন্তিমকাল আসিয়া পড়িয়াছে । আমি এখন বিদায় নিলাম ।
তারপর আর একজন ফেরেশতা আসিয়া বলে যে, আমি তোমার সময় ও কাজসমূহের দায়ীত্বে নিয়োজিত ফেরেশতা। আজ তোমার জন্ন্য দুনিয়াতে এতটুকু কাজও খুঁজে পাইলাম না এবং দুনিয়াতে অবস্থান করার মত একটি মুহূর্ত সময়ও বাকি দেখিতে পাইলাম না। সুতরাং তোমার প্রতি আমার কর্তব্য শেষ, আমি এখন বিদায় ।
তারপর আরও দুইজন ফেরেশতা আসিয়া বলে যে, আমাদের উপর তোমার পাপ-পূণ্য লিখিবার দায়িত্ব ছিল । এখন তোমার পাপ বা পূণ্য কিছুই দেখিতে পাইতেছি না । অতএব তোমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। আমরা এখন তোমার কাছ হইতে বিদায় নিলাম।
অবশেষে মালাকুল মঊত আসিয়া তাহার জান কবয করিয়া লইয়া যাইবেন ।
No comments: